You are currently viewing বিটিএস গার্ল

বিটিএস গার্ল

নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা অনার্য মুর্শিদ। গতকাল বৃহস্পতিবার চলচ্চিত্রটির পরীক্ষামূলক শুটিং শেষ হয়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে সিনেহাট ও মোশন বাংলা। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গে আছে উজান।

চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ। প্রধান চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী নায়লা তাজওয়ার স্ফিয়েতা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করবেন মুজিবর রহমান খান। শব্দ পরিকল্পনা করবেন রবিউল ইসলাম। গান লিখেছেন কাজী আলিম-উজ-জামান। প্রোডাকশান ডিজাইনার ও সম্পাদক হিসেবে কাজ করবেন লায়লা ফেরদৌসী।

Leave a Reply